শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার নির্দেশ পরিস্থিতি অনুকূলে আসলে
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার নির্দেশ পরিস্থিতি অনুকূলে আসলে
শিক্ষাপ্রতিষ্ঠান পরিস্থিতি অনুকূলে আসলে দ্রুত খুলে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৮ আগস্ট) প্রধানমন্ত্রীর সাথে সচিবদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল আরও বলেছেন, পাশাপাশি সরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম যেন অনলাইনে বা ডিজিটাল পদ্ধতিতে পূর্ণোদ্দমে চলে, সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
মন্ত্রিপরিষদ সচিব ব্রিফে জানান, বাংলাদেশ এখন পর্যন্ত ২১ কোটি ৪ লক্ষ ডোজ করোনা টিকার প্রতিশ্রুতি পেয়েছে। এরমধ্যে ২ কোটি ৫ লক্ষ ডোজ দেয়া হয়েছে। এখন ১ কোটি ৪ লক্ষ ডোজ টিকা সরকারের কাছে আছে। এগুলো পর্যায়ক্রমে দেয়া হচ্ছে।